পরিত্যক্ত বস্তুও মূল্যবান !

ছোট বেলায় যখন ক্লাস থ্রি কিংবা ফোরে পড়তাম তখন মাঝে মাঝে দেখতাম বন্ধুদের কেউ কেউ কলমের কালি শেষ হয়ে গেলে সেগুলো অনেক যত্ন করে ব্যাগের ভিতর রেখে দিতো। আর আমরা বাকিরা কলমের কালি শেষ হয়ে গেলে সেটা হয়তো ফেলে দিতাম, না হয় পেন ফাইট খেলতাম। শেষ হয়ে যাওয়া কলমগুলোও যে কাজে লাগতে পারে, সেটি সম্পর্কে আমাদের ধারণাই ছিলো না।

প্রতিদিন আমাদের বাসার আশেপাশে পুরনো ভাঙাচুরা জিনিস বা পুরনো পেপার/ কাগজ কিনার জন্যে ফেরিওয়ালা আসে। আমরা কি ভেবে দেখেছি যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি না বা ফেরিওয়ালাদের দিয়ে দিচ্ছি তারা সেগুলো নিয়ে কি করবে ?

আসলে মূল ব্যাপারটা হচ্ছে Recycling বা পুরনো জিনিস নতুন করে আবার ব্যবহার ! 

অর্থাৎ, একই জিনিস ঐ একই জিনিস থেকে বারংবার তৈরী করে ব্যবহার করা।

Recycling হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ব্যবহৃত জিনিসগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নতুন করে তৈরী করা হয়।

খ্রিষ্টের জন্মেরও অনেক বছর আগে থেকে এই Recycling প্রক্রিয়া চলে আসছে। তখন সম্পদের স্বল্পতার পাশাপাশি ব্যবহার উপযোগী করে তৈরী করা সামগ্রীর পরিমাণও কম ছিলো। সম্প্রতি ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ে Origins of Recycling নামক চার দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। যেখানে বলা হয় গুহায় বসবাসকারী মানবেরা (Homo erectus) এবং নিয়ান্ডারথাল গোষ্ঠীর মানবেরা লোহার অস্ত্রগুলো ক্ষয়ে যাওয়ার পর সেগুলো আবার নতুন করে তৈরী করতো। এক্ষেত্রে তারা নতুন কোনো কাঁচামাল ব্যবহার করতো না। বেশিরভাগ সময়ই পুরনো পেপার/কাগজ, প্লাস্টিক সামগ্রী, অব্যবহৃত ধাতব জিনিস, গ্লাস বা কাঁচের ভাঙ্গা অংশ ইত্যাদি ব্যবহার করা হয়।

দেখে নেই কিছু Recycling এর নমুনাঃ 

  • অনেকগুলো নষ্ট কলম একত্র করে আগুনে পুড়িয়ে পেপার ওয়েট বানানো অনেক পুরানো একটি বুদ্ধি। এ পদ্ধতিতে বিভিন্ন আকৃতির, বিভিন্ন সাইজের বাহারী পেপার ওয়েট বানানো সম্ভব।

  • পুরনো পেপারগুলো থেকে মন্ড তৈরী করে আবার নতুন পেপারে রূপদান করা হয়। বিখ্যাত The Lincoln Journal এর ২৫-৪০% কাগজ Recycling করে তৈরী করা হয়।
  • আমরা যে ক্যান এ কোক বা স্প্রাইট খাই, প্রত্যেক ক্যানের প্রায় অর্ধেকই পুরনো ক্যানের অংশ।
  • মনে করো পানি খেতে গিয়ে হঠাৎ করে গ্লাসটি হাত থেকে পড়ে ভেঙ্গে গেলো। এখন কি করবে তুমি?? ভাঙ্গা গ্লাস ব্যবহার করবে? না, করবে না। এ ভাঙ্গা গ্লাসটি তোমার কোনো কাজে না লাগলেও পৃথিবীতে এমন অনেক কোম্পানি আছে যারা পুরনো ভাঙ্গা গ্লাসগুলো গলিয়ে নতুন গ্লাস তৈরী করে। প্রতি ৭/৮টি গ্লাস গলিয়ে একটি পূর্ন গ্লাস তৈরী করা সম্ভব।

Recycling নিয়ে মূল কথা এই যেঃ 

Recycle what you want to throw,

Reuse the materials,

Reduce the waste percentage,

And make the world beautiful. 

 

           

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন