পৃথিবীর ব্যয়বহুল শহরগুলো

পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল পাঁচটি শহরের তিনিটিই ইউরোপে অবস্থিত। কিন্তু ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে এশিয়ার একটি শহর। আর সেটি হচ্ছে 'সিঙ্গাপুর'। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি শহরের উপর জরিপ করে এই তালিকা প্রকাশ করেছে Economist Intelligence Unit (EIU).

দক্ষিন-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুর এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত এই তালিকার শীর্ষে অবস্থান করছে। তবে শুধু সিঙ্গাপুরই নয়, ২০১৪ সালের এই তালিকায় প্রথম পাঁচটি শহরই এবারও তাদের নিজ নিজ স্থান ধরে রেখেছে। ব্যয়বহুল শহরের তালিকায় ২য় স্থানে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসের পর ক্রমান্বয়ে আছে অসলো, জুরিখ এবং সিডনি।

প্রথম ১০টি শহরের পাঁচটিতেই আছে ইউরোপিয়ান শহরের নাম। তালিকার ৭ এবং ৮ নম্বরে আছে যথাক্রমে জেনেভা এবং কোপেনহেগেন।

নিউইয়র্ক শহরের জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি ধরে বছরে দুইবার করা হয় এই জরিপ। খাবার, কাপড়চোপড়, ভাড়া, শিক্ষা, যাতায়াত ব্যয়সহ মোট ১৬০টি দ্রব্য এবং সেবার মধ্যে তুলনা করা হয়েছে এ জরিপে। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরে নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রীর দাম নিউইয়র্কের তুলনায় ১১ শতাংশ বেশি। জামাকাপড়ের ক্ষেত্রে এই ব্যয় দ্বিগুণ এবং যাতায়াতের ক্ষেত্রে তা প্রায় ৩ গুন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন